• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

চরফ্যাসনে হর্টিকালচার ও টিস্যু সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩১ আগস্ট ২০২৩

আরিফুর রহমান.রাসেল, (ভোলা): ভোলার চরফ্যাশন উপজেলায় ২৫ একর কৃষি জমিতে ৮৪ কোটি ৮৫ লক্ষ টাকা ব্যয়ে হর্টিকালচার ও টিস্যু কালচার সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগষ্ট ) বেলা ১১টার সময় উপজেলার জাহানপুর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড মিয়াজী খামার সংলগ্ন এ হর্টিকালচার সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় ভোলা ৪- চরফ্যাশন ও মনপুরা আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর'র ভারপ্রাপ্ত মহাপরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী। ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মাহিদুজ্জামান। জেলা কৃষি সম্প্রসারণ উপপরিচালক মো. ওয়াবিদুল কবির।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নওরীন হক, উপজেলা কৃষি অফিসার মো. ওমর ফারুক সহ প্রমুখ।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, পৌর মেয়র মোরশেদ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads